Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০১৬

ট্রান্সফরমার

সেচ যন্ত্রের নষ্ট ট্রান্সফরমার প্রতিস্থাপন সহজীকরণ- কৃষকের দূর্ভোগ লাঘব করণ

 

পূর্ব অবস্থা ঃ

#          নষ্ট ট্রান্সফরমার প্রতিস্থাপনের নিমিত্তে সরবরাহের নির্দিষ্ট দিন/তারিখ জানানো যেত না/ জানানো হত না। ফলে কৃষক বারবার অফিসে আসা যাওয়া করত, এত ভিজিট বেশি (৪/৫ বার) হত, খরচ বেশি হত ( ৫০০/৬০০ টাকা), নিদিষ্ট তথ্য না জেনে ফসল উৎপাদনের বিভিন্ন কার্যক্রম গ্রহন করে সেচাভাবে সম্পন্ন করতে পারত না, ফলে কৃষকের  হয়রানি ও আর্থিক ক্ষতি হত।

#          অপারেটর দের মোবাইল নং ভিত্তিক ডাটা বেইজ ও স্কীমে রোপিত ফসলের ডাটা বেইজ না থাকায় কৃষককে অফিসে এসে তথ্য জানাতে হত এবং সেচের গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার দিয়ে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা যেত না।

#          অপারেটর দের মোবাইল নং ভিত্তিক ডাটা বেইজ ও স্কীমে রোপিত ফসলের ডাটা বেইজ না থাকায় কৃষককে অফিসে এসে তথ্য জানাতে হত এবং সেচের গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার দিয়ে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা যেত না।

#          রিজিয়ন দপ্তরে বারবার মোবাইল/ ফোনে তথ্য আদান প্রদান করা হত। এতে সময় ও অর্থ নষ্ট হত; কর্ম পরিবেশ নষ্ট/ বিঘ্নিত হত।

বর্তমান অবস্থা ঃ

#          নষ্ট ট্রান্সফরমার প্রতিস্থাপনের নিমিত্তে সরবরাহের নির্দিষ্ট দিন/তারিখ শুরতেই জানিয়ে দেয়া হয়।

#          অপারেটর দের মোবাইল নং ভিত্তিক ডাটা বেইজ ও স্কীমে রোপিত ফসলের মৌসুম ভিত্তিক ডাটা বেইজ তৈরি করা হয়েছে।

#          রিজিয়নাধীন জোন সমূহকে গ্রুপ এসএমএস পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা হয়।

ফলাফল ঃ

#          কৃষক/অপারেটরকে বারবার অফিসে আসা যাওয়া করতে হয় না , এতে ভিজিট কমেছে , খরচ কমেছে, নিদিষ্ট তথ্য জানায় কৃষক নিশ্চিন্তে  ফসল উৎপাদনের বিভিন্ন কার্যক্রম গ্রহন করতে পারে, ফলে হয়রানি কমেছে এবং আর্থিক ক্ষতি হয় না।

#          কৃষক/অপারেটরকে মোবাইল/টেলিফোন/ এসএমএস পদ্ধতিতে তথ্য প্রদান করা যাচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেচ প্রদান করা যাচ্ছে, ফলে ফলন ক্ষতিগ্রস্ত হয় না।

#          অর্থ অপচয় কমে, নিশ্চিন্তে দাপ্তরিক সেবাকর্ম সম্পাদিত হয়। ইহাতে সেবার মান উন্নত হয়েছে।